২৪ সেপ্টেম্বর ২০২১

সানি সরকার





জন্মদিনের কবিতা, ঝুমঝুমকে 

পাখিটি ঠোঁটে একটি ধান শিস   নিয়ে এল 
আর কোথাও নয়, তোর বারান্দায়... 
তারপর ড্রয়িং রুমের  সেন্টার টেবলে 

পাখিদের মনে ছিল আজ ২৪ সেপ্টেম্বর, 
আজ তোর শুভ জন্মদিন 

পাখিরা বাস্তব চেনে, অতীত চেনে, দিনক্ষণও 
ওঁরা গোলাপি ঠোঁটে ভালবাসার চাদর বয়ে নিয়ে এসে 
সমস্ত বাড়িতে রামধনু এঁকে দ্যায় 

ভালবাসা এতটাই দামী ও মোলায়েম... 

পাখিদের জন্মদিন মনে থাকে 
আমার কিছুই মনে থাকে না  








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much