তুমি কৃষ্ণচূড়া হয়েছিলে
এত দিন তো তোমায় বন্ধু বলেই ডেকেছি ।
এত দিন ধরে তুমি আমি তার ছায়ায়
বসে ভেবেছি।
কেন ফুল ফোটে না এই গাছে ?
বছর, মাস, দিন গুনেছি ...
তবুও ফোটে নি কৃষ্ণচূড়া।
আমি বুঝতেই পারিনি
তার ফুল আর তোমার অপেক্ষায়
বসতে বসতে তার ছায়ায়,
হৃদয়টা কখন সেই কৃষ্ণচূড়া গাছ হয়ে গ্যাছে।
এতদিন তুমি কাছে ছিলে,
গাছটি ছিল সবুজ শীতল।
এই ফাগুনে তোমার বিয়ে, তাই খেয়াল করোনি
আমি দেখেছিলাম...
সমস্ত সবুজ হলুদ হয়ে আছড়ে পড়েছিল মাটির বুকে ।
আমাদের কৃষ্ণচূড়ায় এবার ফুল ফুটেছে
আগুনরঙের ফুল।
হঠাৎ সেদিন কাঁদলে যখন আমায় দেখে
দেখলাম কৃষ্ণচূড়া জলছে দাউ দাউ করে
ফুল নেই, ফুল নেই কোথাও, শুধু আগুন
ডালে ডালে থোকা থোকা আগুন ।
আমি বুঝলাম....বন্ধু আমার,
তুমি কৃষ্ণচূড়া হয়েছিলে আর কৃষ্ণচূড়া আমার হৃদয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much