২৪ সেপ্টেম্বর ২০২১

রাহাত জামিল




অনিয়ম


নিয়ম গুলো বড্ড অনিয়ম!
বেলা ফুরালে বোধ হয় জীবন সঁপে যায়
অনিয়মের ঘরাপেটায়।
অসহ্য যন্ত্রনা কাতর রাত,
এ যেন শেষ হওয়ার নয়
এ রাত বড়ো কঠিন সুন্দর!
অপরূপ জোৎস্নাও কুৎসিত লাগে
অনিয়মের যন্ত্রণায়।
নির্জীব কাদার মত অসুখ 
যেন সেঁটে আছে পিঠে-বুকে;
আহ!সে কি অসহ্য পীড়া
মনে হয় রাত যেন অসীম হয়ে গেছে
নির্লিপ্ত স্বপ্নবাজ রজনী আজ কদর্য বীভৎস।
যাতনায় ক্লিষ্ট নয়ন যুগল একটু 
প্রশান্তি খোঁজে মধ্যরাতের জানালায়,
জীবনের বাসি ঋণ চুকিয়ে ফেলার
পোষণ হয় নিস্তরঙ্গ মননের অন্দরমহলে।

এ অদৃষ্ট থেকে মৃত্যুর সকরুণ আহ্বান নয়তো!

সুবহে সাদিকে তন্দ্রা ভঙ্গ হয়
আম্মার সুমধুর ইয়াসীন তেলোয়াতে!
সীমাহীন রাত তট পায় ভোরের আলোয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much