প্রশ্নোত্তর
আচ্ছা...
তুই কি স্বর্গের সমর্পণ
নাকি অমিয় আসক্তির ঘোর মায়া,
মহাবিশ্বের দীপ্ত ধ্রুবতারা
নাকি রন্ধ্র বিষের কাল ছায়া?
আচ্ছা...
তুই কি বৈষয়িক প্রতীক্ষা
নাকি শৌর্য জাগরণের বিধান,
উন্মাদ স্বরের মুক্তির স্বরলিপি
নাকি অনুভবের সঙ্গাহীন অভিধান?
চিরন্তন প্রতীক্ষার অব্যপ্ত তিয়াস,কখনো মহোৎসবের আলপনা।
সুখ সোহাগের ব্যকরণিক জলসা,এ যে বিরামহীন বন্দনা।
আচ্ছা...
এ তুই কোন কালজয়ী উদ্দীপনার
বেহিসাবি বেড়াজাল?
মননশীল আত্মার অব্যক্ত বাহ্বা,
নাকি দেশদ্রোহী অবতার!
তুই কি সুবোধের পান্ডুলিপি,
প্রেমান্ধের উজ্জ্বল্য ইতিহাস?
নাকি...
উন্মুক্ত অম্বরের অফুরানি তারাবাজি
দিগ্বিজয়ের উচ্ছ্বাস।
আচ্ছা...
তুই কি বড্ড অনুরাগের দিকভ্রান্ত প্রারম্ভ?
নাকি প্রতিবাদের বিশস্ত ভরসা
দু' চোয়ালের উচ্চাঙ্গ।
এ কোন...
নেশাতুর সূত্রতা
যাতে আকর্ষিত প্রেমমন?
শাশ্বত স্রষ্টার সৃষ্টিশীল শৈল্পিকতা
জাগে যবে হৃৎস্পন্দন!
গতিশীল নক্ষত্রের অশরীরী প্রতাপ
কখনো হিমশীতল শিহরণ,
তুই কি অপ্রতিরোধ্য চঞ্চলতা?
নাকি আত্ম প্রণয়ের বন্ধন।
এ কেমন নেশায় আসক্ত আমি
যার নেই কোনো বিশ্লেষণ।
অবাধ্য অনুরাগের অজ্ঞাত বৈচিত্র্যতা
এ কোন যাদুকরী গুঞ্জন।
জীবন্ত সৃজনের নব্যধারা,
বিশদ শব্দের বিপ্লবী উল্লাস।
অনাবিষ্টের তীব্র চেতন,
নাকি দিকভ্রষ্টের তৃপ্ত আশ।
তুই কি অনন্ত আলোকবর্ষ,
কি়ংবা অন্তহীন নিঃসঙ্গতা?
নাকি...
প্রারম্ভের পরিব্যপ্ত সমাস?
জ্যান্ত নিঃশ্বাসের অমলিন ঐশ্বর্য,
হয়ত এ তুই আমার আমৃত্যু সর্বনাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much