২৪ সেপ্টেম্বর ২০২১

তালুকদার ইমরোজ




আয়না 
  

কত কিছুই তো আবিষ্কার হলো
সভ্যতা এগুলো কত দিকেই,
তবুও অনেকটা ঘোর অন্ধকারে আজও রয়ে গেল মানুষ!
বিবেক এগুলো কত ইঞ্চি,
কত ইঞ্চি এগুলো মানুষের মন;
তা জানা যায় না খুব সহজেই…
আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন খুব যত্ন করে নিজেকে দেখি,
পরিপাটি করে সাজিয়ে নেই ঝলমলে মেকি অবয়ব।
মাঝেমধ্যে ভাবী,আহারে!
এমন একটি আয়না যদি আবিষ্কার হতো,যেখানে-
মানুষের মনের পশুগুলো
দেখা যেত অনায়াসে,
প্রত্যেকেই নিজেকে দেখে-
ঘৃণায় ঘৃণায় হয়ে উঠত পরিশ্রুত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much