আয়না
কত কিছুই তো আবিষ্কার হলো
সভ্যতা এগুলো কত দিকেই,
তবুও অনেকটা ঘোর অন্ধকারে আজও রয়ে গেল মানুষ!
বিবেক এগুলো কত ইঞ্চি,
কত ইঞ্চি এগুলো মানুষের মন;
তা জানা যায় না খুব সহজেই…
আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন খুব যত্ন করে নিজেকে দেখি,
পরিপাটি করে সাজিয়ে নেই ঝলমলে মেকি অবয়ব।
মাঝেমধ্যে ভাবী,আহারে!
এমন একটি আয়না যদি আবিষ্কার হতো,যেখানে-
মানুষের মনের পশুগুলো
দেখা যেত অনায়াসে,
প্রত্যেকেই নিজেকে দেখে-
ঘৃণায় ঘৃণায় হয়ে উঠত পরিশ্রুত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much