চল সখি যমুনায় যাই
চল সখি যমুনায় যাই
ঢেউয়ের পিরিতের কাঁখে বাঁধি বুকের ভাদর
আশ্বিনের উজানের ছলকে পরাই পায়ের ঘুঙুর, যমুনা মেয়ের মত জোছনার পায়েল।
চল সখি যমুনায় যাই
তোর দু:খগুলো বেঁধে রাখি জলের যৌবনে
দূরাগত জাহাজের মাস্তুলে খোঁপা খুলে পরাই তোর রাধিকা ফাগুন
কাঁঠালিচাপার পিরানে হিম হিম সুবাস, পাল তোলা কইতরি বাতাস।
চল সখি যমুনায় যাই
তুই আর আমি লাজুক ছায়া মেখে
স্নানের অবসরে লুকিয়ে রাখি বসন্তের মেঘ; যাবতীয় রাত্রির বিলাসী আঁধার।
চল সখি যমুনায় যাই
জলে জলে ধুয়ে ফেলি আমাদের ধূলোমাখা সনাতন মুসাফির মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much