২৪ সেপ্টেম্বর ২০২১

সুস্মিতা সৎপথী





নক্ষত্রকথা



প্রেম;
ঠিক একটা সহজ দুরুত্ব থেকে তুমি মেপে নিচ্ছ আজন্ম লালিত জোছনা,

এক, দুই, তিন...
বছর মাস দিন...
কিংবা,
আলোকবর্ষে...

বিরহ ;
সমস্ত নাক্ষত্রিক গণনার অভিমুখের বিপ্রতীপে আমৃত্যু লালিত জোছনা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much