লম্বা দাড়ি,জোব্বাপরা ঈশ্বর
মনে মনে হাঁটো
২৫শে বৈশাখ থেকে ২২শে শ্রাবণ
লম্বা দাড়ি,জোব্বাপরা ঈশ্বর
মানুষের পড়ার ঘরে তুমি
জীবনের ক্যালেন্ডার।
সকলের ভাষা,শৈশব থেকে মৃত্যুর
মন্দির,মসজিদ,গির্জা একাকার
মনে মনে হাঁটেন
লম্বাদাড়ি,জোব্বাপরা ঈশ্বর।
মোবাইল রিংটোন,ট্রাফিক সিগন্যালে
সুর হয়ে বাজো
অনন্তকাল,এভাবেই
বাজতে বাজতে হাঁটো।
তোমাকে আঁকড়ে ধরে
অন্ধগলি খুঁজে পাক
ভুবনডাঙার টাটকা ভোর
লম্বা দাড়ি,জোব্বাপরা ঈশ্বর
মনের ভেতর উঁকি মারো
নিত্যদিন...রবিঠাকুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much