মায়া চাদর
আস্কারা নিয়ে যায় ভুল পথে
যেখানে ভূমিষ্ঠ হয় মিথ্যে শব্দ
কল্পনার দূষিত বাহুডোর!
অথচ এ অন্ধকার নিবিড়তা ডাকে
লুব্ধ চাতকের মতো...
বেলাশেষে জন্ম নেওয়া এ চাঁদের
সব আলো জীবন দেয় না
যেটুকু নিঃশেষিত
যেটুকু ছুটে আসে ভোর
তাতে মিশে থাক কোনো লালদীঘি
কোনো মায়া দীঘল চাদর।
অলঙ্করণ : প্রীতি দেব
বাহ,ভালো লাগলো
উত্তরমুছুনভালো লেখা আমিনা
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনঅসাধারণ। কি চমৎকার লিখেছেন কবি, অপূর্ব। জীবন্ত কবিতা একটি ����
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুন