দু:খগুলো নুপুর হয়ে বাজে
অনুগামি কিছু দু:খ নেমে গ্যাছে
কোন এক যুবতির গাল বেয়ে পায়ের নুপুরে
তারপর বিরহ-ছন্দ,
ব্যথার আবহ রিদম--
দু:খ- নুপুর !
শুনতে কী পায় কেউ
পৃথিবীর ছায়াপথে অকাশের দুয়ারে
এস্রাজ-রাগিণীর কান্নার মত
দু:খগুলো নুপুর হয়ে বাজে ;
আমি মহুয়ার বনে শুনি ছন্দিত নুপুরের সাঁওতালি সুর
পাখির আওয়াজ
পাতার কাঁপনে।
অনাচারী কিছু লাল শরাবী গাঙচিল
কফির আলাপন নিয়ে এসেছে
শান্ত এ চরের বালু আর বনের প্রান্তিকে---
তারা সব মেতেছে দু:খ দাদনের উৎসব মিলনে!
কলমিলতার নরম ঠোটের তিরতির জৌলুস নিয়ে
উৎসবে উৎসবে
যুবতীরা চলে গ্যাছে হেঁটে হেঁটে বহুদূর---
শপিংমল, জনারণ্য আর বেদনার সাঁকো পেরিয়ে
সমুদ্রের কাছে নীল আর লবনের উন্মাদ গহীনে
ঢেউয়ের অবাধ্য নাগরদোলার অনন্তে।
আলোর ইশারা নিয়ে কেউ আর ঘরে ফেরেনি।
এখনো সারারাত দু:খের খেয়াল দিয়ে নুপুরের ভাটিয়ালী বাজে ।
অসাধারণ অভিব্যক্তি
উত্তরমুছুন