২৯ সেপ্টেম্বর ২০২১

জাভেদ জাভেদ




মায়ার কথা 


পড়ে রইলো লম্বা নিশি-
দীপক নিভু নিভু!
স্বাধের সকাল মেঘাচ্ছন্ন! 
কার প্রেমেতে মগ্ন মজনু! 
লাইলি কি জানে তাঁর প্রেমের-
মজনু হাই হাই,,,,,,,,!
আগুন  ও নাই রৌদ্র ও নাই
তনু মনে একি জ্বালা? 
কোন্ খেলাতে কাদা মাখলাম-
সারা গায়,
যাবি যদি এই নিষ্ঠুর খেলাতে-
জড়ালে কেন আমায় -
প্রাণের মজনু , 
যাসনে তুই কালো করে
আমার দিন, 
দীপক নিভু নিভু,,,,,,,, 
আমি ও দুর্বল প্রায়-
ক্লান্ত রে তোর প্রেমে!
বলে যা যাবি যদি-
কি ছিল কমি!
জানিনা তোর মন কেন-
এত লোভী! 
আমার চেয়ে কই পাবি-
এত আপন  
ক্ষণিকের সুখে হারালি অনন্ত প্রেম,
ছলনা ভরা ছিলো তোর মন-
তুই হতে পারবিনা কারো আপন
কলংকিত মজনুরে তুই মধু পিয়াসী ভোমর যেমন।

1 টি মন্তব্য:

thank you so much