২৯ সেপ্টেম্বর ২০২১

সুবর্ণ রায়



সম্পর্ক 


সম্পর্ক অহেতুক এক মাত্রা-- 
মায়া আর বিস্তারেই সব ঘনত্ব। 
ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে যেখানে 
আমি হ্রস্ব আর দীর্ঘ নিঃশ্বাসে 
কাটিয়ে গেলাম সম্পর্কহীন এক গরমিলের বেঁচে থাকা।


               অলঙ্করণ : প্রীতি দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much