২৯ সেপ্টেম্বর ২০২১

জাফর রেজা'র ছোট গল্প "ক্ষণিক বসন্ত "৫

     
স্বমহিমায় লিখে চলেছেন নতুন ধারাবাহিক লেখক জাফর রেজার ছোট গল্প "ক্ষণিক বসন্ত 
মতামত দিন  আপনাদের  একটি  কমেন্ট লেখকের ১০০ লেখার  সমান মূল্যবান। 



                  ক্ষণিক বসন্ত 
                                                                                  ৫ম   পর্ব 


                ফোনের শব্দে ঘুম ভেঙে গেলো, বুলার ফোন। 
বললাম আমিই কল দিতাম ভাবলাম আপনি হয়তো ব্যাস্ত তাই আর দেইনি।
-- তেমন ব্যাস্ত না, রান্না শেষ করে  দেশে মায়ের সাথে কথা বলছিলাম, আপনার ঘুমের প্রয়োজন তাই কল । এখন কেমন লাগছে ? 
-- আগের চেয়ে অনেক ভালো।
-- সকালে অফিসে যাবার সময় দেখে যাব। খাবার সব সাজিয়ে রেখেছি শুধু ওভেনে গরম করে নেবেন। খাওয়ার পর সাইড টেবিলে যে ট্যাবলেট রেখে এসেছি সেটা খাবেন তারপর দুধ। 
-- বুলা এতো অত্যাচার কেন ? 
-- হেসে বললো, অত্যাচার!   অত্যাচার তো এখনো শুরু হয়নি। আর কোন কথা নয় এবার খেতে যান, বুলা ফোন রাখলো না, কিছুক্ষন চুপ থেকে বললো একটা প্রশ্ন করি ? 
-- করুন।
-- আপনার শরীর যে এতো খারাপ 
আমাকে জানাননি কেন ? 
- কাউকে কষ্ট দিতে আমার ভালো লাগে না বুলা,
অনেকটা অভিমানী কণ্ঠে বল,  আমি কে, আমি কি অন্য কেউ।
বুলা আপনি রাগ করেছেন ? 
-জানিনা, মনে রাখবেন এখন থেকে আর এলোমেলো জীবন নয়, আমি আপনার জীবনটা গুছিয়ে দেবো, জানেন গতরাতে খুব চিন্তা হচ্ছিল, লোকটা গেলো কোথায়, একটা কলও করলো না, জানিনা কখন যে চোখে জল এসে পরেছিল। অনেক হয়েছে এবার ঘুমান, সকালে কি খাবেন       
..বুলা আপনার কষ্ট করে আসার দরকার নেই, আমি কিছু একটা খেয়ে নেব।
__ আমি আপনাকে জিজ্ঞেস করেছি কি খাবেন।
__ কিছু একটা হলেই হলো। 

বুলা এলো ওর সহজাত স্নিগ্ধতা নিয়ে, কপালে হাত রাখল, বলল__ জ্বর নেই। এখন ঝটপট খেয়ে নিন আমার অফিসে যেতে হবে, ও হ্যা টিকেট কেটেছেন ? 
__ এখনো কাটিনি, তবে সিট বুকিং হয়ে গেছে, কেন বুলা ?
__ আপনি কয়েকদিন দেশের থেকে ঘুরে আসুন, ভাল লাগবে।
__ বুলা আমি কাল অফিসে যাব।
বুলা মিনতি ভরা গলায় বলল কাল না গিয়ে পরশু গেলে হয়না।
আমি ওর দিকে তাকিয়ে ছিলাম, ও ব্যাস্ত ছিল আমার খাবার নিয়ে, হায়রে মমতাময়ী নারী।
__আমি চললাম, বিকালে এসে শরীর মুছে দেব।
বুলা চলে গেল। 

একটু দেরি করেই বুলা এল।
দরজা খুলে যাকে দেখলাম সে আমার পরিচিত বুলা নয়, এ অন্য এক বুলা। এই প্রথম ওকে আমি শাড়ি  পড়া  দেখলাম, সাধারণ শাড়ি,  সামান্য সাজ। আমার মনে হল যে আমার সামনে দাঁড়িয়ে সে আমার সমস্ত সত্বাকে, অনুভুতিকে অবশ করে দিয়েছে, পৃথিবীর সব রূপ  নিয়ে আমার দিকে তাকিয়ে বলল__ অফিস থেকে বাসায় গিয়েছিলাম, স্নান সেরে এলাম, আজ একটু বেশি সময় থাকব।
আমি তখনো ওকে মুগ্ধ চোখে দেখছিলাম, বললাম __ আপনি শাড়ি  পড়েন না কেন ?
__ হেসে বলল, এখানে এতো ঠান্ডায় শাড়ি পড়ে কি চলা করা যায়।
__ বুলা আপনার সাথে আমার আরও আগে দেখা হলনা কেন।
__ আবারো হাসি, আগে দেখা হলে কি হত ?
__ কি হত জানিনা, তবে জীবনটাকে নিয়ে অন্য ভাবে চিন্তা করতে পারতাম।
আমার পাশে এসে বসল, বললো ভাবার সময় শেষ হয়ে যায়নি জীবন আপনি যখন থেকে শুরু করবেন, তখন থেকেই শুরু হবে, মনে করুন অন্য আর একটি নতুন জীবন শুরু হয়ে গেছে।
বুলা কফি নিয়ে এল।
ও বেশ কিচ্ছুক্ষণ চুপ করে রইলো।
__ কবে যাচ্ছেন ? 

দেশে যাবার দিন বারন করা সত্তেও বুলা এয়ারপোর্টে এলো। বোডিং পাস নিয়ে বললাম__ ভাল থাকবেন।
_ শরীরের উপড় অত্যাচার করবেন না, কবে আসবেন ? 
আমি চার সপ্তাহের জন্য যাচ্ছি, মনে হয় থাকতে পারবনা, ওর একা সামলাতে অসুবিধা হবে ( আমার পার্টনারের কথা বললাম)।
বুলা হঠাৎ গম্ভীর হয়ে গেল।
__ আপনি হঠাৎ  চুপ হয়ে গেলেন কেন।
__ কিছুনা এমনিই।
__ না, বুলা কিছু একটা হয়েছে, আমাকে কি বলা যায়না ?
বুলা মাথা নিচু করে বলল__ শুধু কি ব্যাবসার জন্যই তারাতাড়ি  আসতে হবে ?
আমি হেসে ফেললাম__ না শুধু ব্যাবসার জন্য নয়, অন্য কারণ আছে, আর সেটাই বেশী জরুরী।
__ কি কারন।
__ এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে, নিজেকে নিজে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন।
বুলা আমাকে এখন যেতে হবে, শেষ কল করা হয়ে গেছে, আমি যাই। 



          অলঙ্করণ : সানি সরকার 

                                                                                                                                                চলবে....

৪টি মন্তব্য:

thank you so much