আবহাওয়ার চাদর টেনে
এখনও নদীর জলে
বিনম্র ছায়া নেমে আসে
তোমার অমোঘ বৃষ্টির মতো
এই হৃদয়
ভালোবাসা
স্বপ্ন
আবহাওয়ার চাদর টেনে
ঢেকে রাখি হাজার বছরের পুরনো সম্পর্ক
কেবল তুমি জানো
আর যে পাতার ওপর বৃষ্টির ফোঁটা এসে পড়ে
তার খতিয়ান নম্বরের বুকপকেট!
অলঙ্করণ : রৌদ্র বন্দ্যোপাধ্যায়
অনাবশ্যকীয় দ্বিপ্রহর
এ এক অনাবশ্যকীয় দ্বিপ্রহর
শব্দ খুঁড়িয়ে চলে
ঘাড়ের আঁচিল থেকে
বুক পকেটে...
না কোনো বন্ধকী কথা
না কোনো নিছক আদিখ্যেতা
পাউরুটি
চাউমিন
চিলি সস
একান্নবর্তী কবিতার ঘর সংসার।
যেভাবে দুঃখ মোছে সাবান
আর-
বিনষ্ট পেয়ারার মধু চেটেপুটে খায়
কাঠবেড়ালীর সহধর্মিণী
ততটা সহজতা নিয়ে নিয়ম ও মধ্যাহ্ন
ততটা আশা রাখা
দেহতত্ত্ব বুকের খাঁজে ।
বাহ। অনন্য কবিতা
উত্তরমুছুন