ইমানের দাওয়াত
এই সংসারে অহমিকার
নেইতো কোন কিছু,
স্রষ্টার তরে তুলে দুই হাত
মাথা করো নিচু।
পাঁচ কলেমা নামাজ রোজা
নাহি ভুলো কাজে,
ইবাদতে সামিল থেকো
পাঁচ ওয়াক্তের মাঝে।
দীন দুনিয়ার মোহ মায়ায়
থেকো নাকো ভুলে।
পাপ পুণ্যেরই হিসাব হবে
আমলনামার মূলে।
রোজ হাশরের ময়দানেতে
কেউ থাকবে না সহায়,
সাফায়াত না করলে নবী
নাই যে বাঁচার উপায়।
সময় থাকতে আমলনামা
পুণ্যে ভারী করো,
আল্লাহ রাসূল হাদীস কোরআন
বুকে আঁকড়ে ধরো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much