কি মায়ায় বান্দিলে
না দেখিলে হিয়ার ভিতর করে আনচান
আমার, কি মায়ায় বান্দিলে
সোনা চান আমারে,কি মায়ায় বান্দিলে
সোনার চান।
সকাল সন্ধ্যা না দেখিলে তোরে হয়ে
যাই দিওয়ানা,হৃদ গগনে তুমি আমার
চান্দেরও জোছনা মন যারে চায় সেই
তুমি আমার জানের জান, কি মায়ায়
বান্দিলে সোনার চান,না দেখি হিয়ার
ভিতর করে আনচান আমার
কি মায়ায় বান্দিলে সোনার চান আমারে
কি মায়ায় বান্দিলে সোনার চান।
এক পলক দেখিয়া তোরে জুড়ায়
নারে মন,দেখে দেখে সাধ মিটাবো
অনন্ত জনম,শীতল হয় দেখিলে তোমায়
উতলা পরান,কি মায়ায় বান্দিলে
সোনার চান, না দেখিলে হিয়ার ভিতর
করে আনচান আমার,কি মায়ায় বান্দিলে
সোনার চান আমারে।
তুমি আমার হৃদপিঞ্জরে পরান পাখি
ময়না মাতাল ঈমাম কয় তোমার প্রেমে
জগত করলাম বায়না
হাসি মুখে সইবো আমি শত অপমান
কি মায়ায় বান্দিলে সোনার চান
না দেখিলে হিয়ার ভিতর করে আনচান
কি মায়ায় বান্দিলে সোনার চান আমারে
কি মায়ায় বান্দিলে সোনার চান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much