স্বাধীনতা
স্বাধীনতা তুমি নাকি,
একটি মিষ্টি মধুর ফুল,
তোমার সুভাষ পেয়ে নাকি
সবাই মশগুল?
স্বাধীনতা তুমি নাকি,
সবার মুখের হাসি
তোমাকে পেয়ে নাকি,
আনন্দিত বিশ্ব ভারতবাসি?
স্বাধীনতা তুমি নাকি,
মিষ্টি জ্যোৎস্না রাত
তুমি নাকি অপেক্ষারত
প্রেমিকের দুঃখ উড়ানোর খাত?
স্বাধীনতা তুমি নাকি,
সোনালী সকাল বেলা,
তুমি নাকি বাদল দিনের
ছেলেবেলার খেলা?
স্বাধীনতা তুমি নাকি,
কবিতার বিদ্রোহীন ভাষা,
তুমি নাকি সাহিত্য মহলের
জেগে ওঠার আশা?
স্বাধীনতা তুমি নাকি ,
অন্ধকারের আলোর পথ,
তুমি নাকি সমস্ত ভারতবাসির
দেশ গড়ার ঐক্যমত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much