২০ সেপ্টেম্বর ২০২১

কবি সৌমিত বসু'র কবিতা


বৃষ্টিকথা


আগুন মুখে করে উঠে আসছি

আর মনে পড়ছে জলপরীদের কথা

এবার থেকে কাদের নিশ্বাস লেগে

অস্পষ্ট হবে জানালার কাঁচ?

ভাত বেড়ে রোদ আড়াল করতে

কেই বা মেলে দেবে সমস্ত প্রশ্রয়?

নীচে পাতা পড়ে স্তুপ,

তার ওপর ঝ'রে পড়া জলে শুঁড় বুলিয়ে

দেখে নিচ্ছে পিঁপড়ের দল,

ক্রমাগত চুরি হ'তে গিয়ে

জলপরীদের হাতে ক্রমশই ছোট হয়ে যাচ্ছি।


এক একটা সময় আসে, যখন জানালার পাশে বসে থাকা ছাড়া অন্য কোনো উপায় থাকে না।পোকামাকড়দের সাথে বন্ধুত্ব করতে গেলে জিভ আটকে যায়, হাত ধুতে গেলেনখ বেয়ে নেমে আসে তাচ্ছিল্যের কালো

যে অন্ধকার একদিন আমাদের সঙ্গী ছিলো আজ বড়ো বড়ো পা ফেলে সে একাই এগিয়ে চলেছে, ভীরু পাতারা এক এক করে গাছের নীচ থেকে তুলে নিচ্ছে ডিভিডেন্ড, আমরা অসহায়।


মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জলপরীদের কথা একবার জেনে নিতে চাই

মাথার ভেতর জড়িয়ে ধরেছে যে মুদ্রাদোষ,এইমাত্র সে আকাশ পেরিয়ে শুতে যাবে।


     অলঙ্করণ : সানি সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much