জাল
এটুকু থাক।
রেখে দিলাম ছেঁড়া পৃষ্ঠার এই অংশটুকু। ওটুকুতে জমা আছে অন্তিম রহস্যের গন্ধ।
যে মধ্যাহ্ন থেকে বেরিয়ে এসেছিল মাকড়সার জাল, জালে জালে রহস্য বুনে থুতনিতে ভর দিয়ে বড় ভাবনায় পড়ে গেছে সে।
আমি জানতে চাইনি, 'এত ভাবনা কেন?'
ভাবুক। মাঝে মাঝে ভাবনার প্রয়োজন আছে। ভাবনার ভাবে মন উদাস হয়।
উদার হয়।
নিজের অস্তিত্ব জানান দিতে আমাদের যত আয়োজন, ছেঁড়া পৃষ্ঠার তা নেই। ওর অক্ষরের রহস্যময়তা উৎসুক করে আমাদের; এই প্রাপ্তি সম্পর্কেও নেই কোনও মস্তিষ্কবেদনা। একটি গোটা পৃষ্ঠা থেকে বিচ্ছিন্ন হওয়ার আনন্দে মাতোয়ারা কিনা জানি না, তবে কখনও কখনও বিচ্ছিন্ন হওয়ার মধ্যেও আনন্দের অনুষঙ্গ থাকে। কে জানে, এই আনন্দ তাকে আলোড়িত করেছে কিনা! হয়তো করেছে, হয়তো করেনি। রহস্যের আবরণে থাক না কিছু বার্তা।
উদঘাটনে মরিয়া কেন হতে হবে?
কি সুন্দর কাব্যময়! অভিনন্দন লেখক। সুন্দর।
উত্তরমুছুনsundor
উত্তরমুছুন