২০ সেপ্টেম্বর ২০২১

মতিউর রহমান আরব


 প্রজাপতি


প্রজাপতি, তুমি এলেই যখন তবে চুপ করে চলে গেলে কেন?

তোমার গায়ের গন্ধ ছড়িয়ে আছে এখনো আমার  বসার চেয়ারটাই। 

নিশ্চয় তুমি লম্বা পায়াওয়ালা কোঁকড়ানো হাতোলের চেয়ারটাই খানিক ক্ষণ বসেছিলে।

নিশ্চয় তুমি আমার শুবার বিছানটাই একটু গা এলিয়েছিলে।


তোমার এলোচুলের মেহেদী গন্ধের তীব্রতা বালিশে

হাতের নৈপূন্যতা লেগে আছে চাদরে, আলনাতে, জুতার বাক্সে।

কি চমৎকার সাজিয়েছো ঘরটা!


সত্যি তুমি পারো প্রজাপতি! 

আমি অনন্তকাল তোমার আশায় বুদ হয়ে থাকি

উদোম দুপুর চেয়ে থাকি

তুমি আসবে বলে।

অথচ তুমি এলে নির্জনে, আমি নেই

আমার অনুপস্থিতি তোমার কি ভীষণ প্রিয় 

নাকি লজ্জা নাকি অন্য কিছু? 


আমি সংসার, ধর্ম, সমাজ, প্রেম-পিরিতি বুঝিনা

আমি এক উড়নচণ্ডী ভবঘুরে, উদ্ভট বটে।

যেটুকু মানি সে শুধু তোমার জন্য।


ফিরে এসেছি জট বাঁধা আওলা চুলের বাউলা থেকে 

সে তো তোমারই টানে, তোমারই ছোঁয়াতে।


তুমি আমাকে শুদ্ধ করেছো, ধন্য করেছো

দিয়েছো ভালোবাসা 

তুমি হীনা নিঃস্ব আমি 

তুমিই ভরসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much