তোমায় খুব মনে পড়ে
জানো আজ খুব বেশি মনে পড়ছে তোমার কথা,আজ খুব ভোরে যখন পাখির গানে ঘুম ভাঙ্গলো আমার,তখন চোখ খুলতেই ভোরের সূর্যটাকে দেখলাম।
তখন কেন জানি মনে হলো সূর্যটাতে তোমার অবয়ব ভেসে উঠলো,জানো তখন আমার কি যে ভালো লাগছিলো।
মনে হচ্ছিলো তুমি আমার সূর্য দেবতা বিশ্বাস কর তুমি সেটাই,আজ খুব বেশি মনে পড়ছে তোমাকে।
ভোরের সূর্য যেমন আলো দিয়ে রাত্রিকে বিতাড়িত করে,ঠিক তেমনি যেন তুমি আমার সব দুঃখ কষ্ট মুছে দিয়ে একটি প্রভাত প্রভাময় সকাল এনে দিলে।
একটি অসাধারণ চিন্তাভাবনা বহিঃপ্রকাশ!ভালোবাসার প্রতীক!❤❤❤@ স্বপন কুমার বেরা
উত্তরমুছুন