আমরা প্রবীন
আমরা তো চাই সম্মান মাত্র
আর একটু সহানুভূতি-
দিয়েছি তো মোরা সাধ্যমত
ভূলেছে কি তাহা জাতি!
যখন তোমরা সদ্যজাত
করেছি তোমাদের যত্ন
ভূলেছো কি তোমরা সেদিনের কথা
তোমরা তো মোদের হৃদয়রত্ন।
তোমরা চলো প্রগতির পথে
মোরা চাই শুধু একটু স্হান
সঙ্গে একটু পোষাক দিও
ঢাকতে শরীরের মান।
ক্ষুধার টানে দুমুঠো অন্ন দিও
বাঁচার তাগিদে প্রান-
তোমরাও হবে প্রবীন একদিন
তাই রেখো মোদের মান।
আশির্বাদ তোমাদের সদাই করবো
পাবেনা কভূ ভয়-
আমাদের একটু সম্মান করো
জীবনযুদ্ধে সর্বদা তোমাদের হবে জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much