কোথাও কেউ থাকে না "
কেউ কী আছে, বেঁচে?
ভালবাসা মরে গেলে!
না, কোথাও কেউ থাকে না!
ভালবাসা মরে গেলে পড়ে থাকে দীর্ঘশ্বাস,
থাকে সাপের খোলসের মতো
শুধুই নিরর্থক দেহ!
নিদ্রাহীন রাত, স্বপ্নেরা সব উধাও!
বিরক্তিকর একটানা অপেক্ষা করতে থাকা শুধুই অনন্তের দিকে পাড়ি দেবার!
গহীন আঁধারে ডুবে গিয়ে সাপলুডু খেলা
স্মৃতির সমুদ্র তীরে বসে
আছড়ে পড়া ঢেউ এর সাথে!
আবার আসে দিন, আসে রাত!
ভালবাসা হারিয়ে গেলে
সত্যিই, কোথাও কেউ থাকে না!
সাপের মতো পরিত্যক্ত খোলসটাই
শুধু থাকে, আর কিছু নয়, কিচ্ছুই নয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much