সংকোচ
পলাশচারা আছে তোমার
আছে পদ্মের নাল
তোমার সাথে পালাতে চাই একটা গোটা সকাল।
বিল বাঁওরের আশে পাশে মাটির গভীরে
ঘুমিয়ে যাব তোমার সাথে বৃষ্টি নিবিড়ে
মাঠের মাঝে কেউ কেউ দেখে ফেলতে পারে
তোমার আমার কথার টুকরো অসীম আব্দারে।
ধরো, কোন ফলন্ত ক্ষেত উর্বরতার গানে
তোমাকে আর আমাকে সামিল করতে চায় স্নায়বিক টানে,,,
মাটিমাখবে বৃষ্টি ছোঁয়া রং এর আশকারা,
আমাদের সঙ্গোপনের পিছুটানের তাড়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much