১০ জানুয়ারী ২০২১

ছবি সিনহা বসু




এমন দিন কি আসবে?



রাজার কাপড় নেই তা জানি

তবুও বলি সূক্ষ্ম অতি!


ছেলেটা আজ হারিয়ে গেছে

হারিয়েছে জনগণের মতি।


যে আসে এই লঙ্কাতে সে

হবেই হবে মহীরাবণ।


জনগণ আজ আঙুল চোষে

রাজনীতিকের সুখযাপন!


বাঁদরের চাই মুক্তোমালা

যতোই তুমি নারাজ থাকো।


বিড়াল বলে মাছ ছোঁবনা

গন্ধ শুঁকেই দিন কাটাবো!


মূর্খ মন্ত্রীর শ্লোগানেতে 

মঞ্চ জুড়ে ঝড় ওঠে!


পেটের ভেতর বোমা মারলে

ক অক্ষর  ফুটবে না যে!


তাদের কতো মিটিং মিছিল 

জনগণের ভাল ভেবে !


মূর্খ  নেতা তা দেয় গোঁফে

এইবেলাতে গুছিয়ে নেবে।


আঁতাত আছে তাদের মাঝে 

আমরা কি আর বুঝিনা তা !


জনগণের কাঁধে চড়ে 

তোমরা যে দেখাও কেতা।


নীচের থেকে উপর তলায়

শুধুই  ঘুষের কেরামতি।


এমন দিন  আসবে কি আর

যেদিন ফিরবে নেতার মতিগতি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much