এক মুঠো রোদ্দুর
দিতে পারো এক মুঠো রোদ্দুর জীবনের উপবনে।
দিতে পারো নিরব আশ্রয় মনের গহনে।
হতে পারো দিনান্তে পরম নিরালায় চখাচখির গভীর প্রেমের রূপ ......
যা বহতি মধুর ।
হতে পারো পৌষালী ধানের
মিষ্টি সুবাস ।
মুছে যাক সকল বেদনা
সকল হা-হুতাশ ।
গড়ে উঠুক একমুঠো রোদ্দুরের মত জীবনের আলপনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much