২৮ জানুয়ারী ২০২১

জয়িতা বর্ধন




এক মুঠো রোদ্দুর

 


দিতে পারো এক মুঠো রোদ্দুর জীবনের উপবনে।

দিতে পারো নিরব আশ্রয় মনের গহনে।

হতে পারো দিনান্তে পরম নিরালায় চখাচখির গভীর প্রেমের রূপ ......

যা বহতি মধুর ।

হতে পারো পৌষালী ধানের

মিষ্টি সুবাস ।

মুছে যাক সকল বেদনা

সকল হা-হুতাশ ।

গড়ে উঠুক একমুঠো রোদ্দুরের মত জীবনের আলপনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much