২৮ জানুয়ারী ২০২১

গোলাম কবির




দোহাই, সুবোধ!


কুয়াশার হিমেল চাদরে ঢাকা 

দূর্বা ঘাসের মখমল বুকে পড়ে থাকা

 সুরভিত শিউলি আর গাছিদের সদ্য কাটা

খেজুরের রসের হাঁড়িতে ঠোঁট ডুবানো 

 নাম না জানা অতিথি পাখিদের দোহাই, 

দোহাই শীতের ভোরে নদীতে স্নান শেষে

 ফিরতে থাকা সিক্তবসনা লজ্জাবনত 

পল্লী বধুর, দোহাই শীত সকালের 

মিষ্টি সোনা রোদে মা'র কোলে শুয়ে থাকা

 অবোধ শিশুর, আর দূরে দূরে 

থেকো না সুবোধ! এই ভীষণ অবেলায়

 তোমাকে আমার খুবই প্রয়োজন। 

দেখছো না ; তুমি নেই বলে কেমন ম্রিয়মাণ

 হয়ে আছে প্রকৃত মানুষের মুখ গুলো,

 জীবনযাপন হয়ে পড়েছে কঠিন ও

 অর্থহীন! তুমি নেই বলে এখন 

মানুষ গুলো আর মানুষই নয়, 

যেনো  এক একটা হিংস্র পশু, 

কখনোবা তার চেয়েও খারাপ কিছু!


" পাহাড়ি নীলকান্ত পাখি "


বেদনার বিধ্বস্ত নীলিমায় উড়ে বেড়ায়

 পলাতক সুখের পাহাড়ি নীলকান্ত পাখি।

 ওর শরীর জুড়ে যে কালচে নীল রঙ , 

তা আমারই বেদনার গাঢ় কষ্ট শুষে হয়েছে।

 ওর ঠোঁটে যে লাল রঙ দেখো , 

তা আমারই রক্তাক্ত হৃদয়ের !

আবার ওকে যখন ডানা মেলে 

আকাশে উড়তে দেখো, 

তখন ওর ডানায় যে সাদা রঙ এর

অংশ ভেসে ওঠে, তা হলো আমারই

 শুদ্ধতম প্রেমের রঙে রাঙানো! 

তাই আমার ভালবাসার আরেক নাম,

 পাহাড়ি নীলকান্ত পাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much