২৮ জানুয়ারী ২০২১

আমির হাসান মিলন




ভণ্ডের আজকাল


আমি অতি মূর্খ না জ্ঞাণী ?   

তা কি আর জানি-মানি ! 

শুধু মনের জোরে , এই ভুবন ঘরে  

স্বার্থের ঘানী টানি । 


সম্মান আবার কাকে দেবো 

কেঁড়ে-কুঁড়ে সবটা নেবো 

আমি সব জান্তা , জানি এই ভানটা 

যুক্তির কাছে কেন যাবো ! 


আমি যে রাজার রাজা 

বাকি সব আমার প্রজা 

যে পড়বে পায়ে , চলবো তাঁকে নিয়ে 

বাকিদের দিই সাজা । 


আমিই আমার সনদ লিখি 

রাত জেগে তা নিজেই দেখি 

আমি অনেক বড় , এবার পায়ে পড়ো 

শেখাবো কেমন করে দিচ্ছি ফাঁকি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much