উন্মাতাল
ভুল ছিলাম
ভুল আছি
ভুল থাকবো।
আমি যদি শুদ্ধ হই
কেউ একজন আমাকে বলবে না
একটু ভদ্র হওতো ;
আমার কনুই বেয়ে ঝুলে পড়া আস্তিন
গুটিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করবে না কেউ একজন।
কেউ একজন মেকি রাগে বলবে না
উফফফ,একটু গোছালো হতে পারো না!
আমি চাই,কেউ একজন রাগ করুক
খুব বিরক্ত হোক।
চারমিনারে আগুন জ্বালিয়ে যখন কুন্ডলী বাতাসে ছেড়ে
একটু উদাস হবো
আমি চাই কেউ একজন এসে বুকে মাথা রেখে
প্রান চঞ্চল চপলতায় বলে উঠুক
যাযাবর,অনেক ভালোবাসি তোমায়।
আমি তোমাকে চাই
আমার ভুলের মাঝে।
আমার এলোমেলো চুলের মাঝে
পঞ্চাঙ্গুলী বুলিয়ে কেউ একজন বলবে না
ইসসস,দিন দিন খুব বাউন্ডুলে হয়ে যাচ্ছো।
সর্বোপরি, আমি বাউন্ডুলেই হতে চাই
তোমার চৌকাঠে চরন ফেলে
একমুঠো নিজেকে গুছিয়ে নিতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much