আমি হতাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক
শুরু থেকেই যদি তুমি শুধু আমার হতে
শুরু থেকেই যদি শুধু আমায় চাইতে ,
তবে আজ আর আমি এতটা বেয়ারা হতাম না
প্রহর শেষে ক্লান্ত হয়ে স্বপ্ন হারাতাম না।।
যদি তোমার প্রথম শেখা গানটা আমায় শোনাতে
তোমার প্রথম দেখা স্বপ্নপুরুষ যদি আমিই হতাম ,
প্রথম দেখা তোমার আকাশটা যদি আমায় দিতে
তবে আমি আজ এতটা নিঃস্ব হতাম না।
ধুলোমাখা পথে যদি আমার হাত ধরেই প্রথম হাঁটতে
যদি আমায় ঢেলে দিতে একটু একটু করে জমিয়ে তোলা তোমার প্রথম আবেগ ,
তোমার ছোঁয়া যদি শুধু আমিই পেতাম সেই প্রথম অনুভূতির
তবে আমি আজ আর দুঃস্বপ্নে এতটা বিভোর হতাম না।
তোমার লেখা প্রথম চিঠি যদি আমাকেই লিখতে
তোমার প্রথম কবিতার ছন্দে যদি আমায় মেশাতে ,
দুরু দুরু বুকে ভীরু ঠোঁটে যদি ভালবাসি কথাটা প্রথম আমাকেই বলতে
তবে আজ আর আমি এতটা বিষাদের কাব্য লিখতাম না।
তোমার প্রথম অপলক চেয়ে থাকা যদি হতো শুধুই আমার পানে,
তোমার প্রথম অভিমানের দাগটা যদি আমার উপরই স্থির হতো।
তোমার প্রথম জোসনা মাখা যদি আমার সাথেই হতো কোন এক রাতে,
তবে আজ আমার বেঁচে থাকাটা হতোনা সমস্ত শূন্যতার সাথে।।
যদি তোমার আঁচলটা আমিই ছুঁতাম তোমার প্রথম শাড়ী পরার
দৃষ্টি জালে যদি আমিই প্রথম বেঁধে নিতাম তোমার লাজেভরা চোখ দুটো ,
যদি বেলকনিতে দাঁড়িয়ে তোমার প্রথম কেশ মেলানো আমিই দেখতাম
তবে সত্যিই আজ আর এতটা বিনাশ হতোনা আমার হৃদয়ের।
যদি সত্যিই আমি হতাম কারো প্রথম প্রেমিক
কারো প্রথম আশার যাদুকর; প্রথম বিরহের জল ,
যদি কেউ প্রথম আমাকেই কাছে টেনে নিতো পরম আবেশে
তবে আমিই হতাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক সব ইতিহাস ভেঙ্গে অবশেষে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much