পানসে জীবন
কখন ও মেঘ কখন ও রোদ্দুর
হাঁসি কান্নার গোলক ধাঁধা
জন্ম নিয়েই আলো আধাঁরির খেলা।
মানুষের জীনবটাই একটা রহস্যকাব্য
লুকিয়ে আছে কত জানা অজানা খেলা
কেউ কি যানে কখন ফুরায়ে যাবে
এই জীবনের লেনাদেনা?
হারিয়ে ফেলছি অনেক প্রিয়োজন
রেখেছিলো যারা স্বপ্ন আর সাহসে
আমার আমিতে গভীর মমতায়
স্নেহে আদরে ভালোবাসায় উদারতায়
কাছে ডেকে আশ্রয় প্রশ্রয় দিতো
আমার অস্তিত্বে যারা লেপ্টে ছিলো
তারা হারিয়ে গেলো আবলিলায়।
আমি বেঁচে আছি এখনো মরিনি
একটু একটু করে মরে যাচ্ছি
ছুঁয়ে দিতে পারিনি কখনো
ভালোবাসার বিশাল আকাশ
বিষাদ আর ক্লান্তি এসে ভর করে
দেহ আর মনে আমার আমিতে
ক্ষয়ে ক্ষয়ে যাই স্বাদ, রস, গন্ধ
কিছুই নেই পানসে এ জীবনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much