একজন প্রেমিকের উক্তি
দেখা হবে ফের আগামী সকালে
অদূর আগামী কালে,
তোমার তনুতে ছোঁয়াবো আবার অনন্ত এই পাঁচটি আঙ্গুল।
জন্ম দোলানো পাঁচ জোড়া নখ প্রজাপতি করে,
চিতল চিবুকে অঞ্জলি দেবো নবীন পূজারী, শরীরের সব ধনুক স্বভাব মুছে নেবো কোনো মাধবীলতা মুখ গুজে থাকা ভোরের শিশিরে
ভুলে যাবো ক্ষোভ,
ক্ষরণের দাগ!
অতীতের কোলাহল।
তোমার শরীরে মাধবীর ঘ্রাণ ফুটলে
কখনো দেখা হবে ফের।
তোমার দু’চোখে ফসলের বীজ দৃষ্টি জড়ালে
দেখা হবে ফের।
তোমার চিবুক আলো করা তিল
বাংলাদেশের পতাকার মতো সবুজ রক্তের মতো লাল টিপ হয়ে জ্বলবে ভীষণ
দেখা হবে ফের।
যুগল তোমার ভ্রু-ভঙ্গিমায় শুক্লাদ্বাদশী আকাশের চাঁদ,
শোষিতের হৃত বুকের সাহস ফোটাবে যখন আবার হাসিতে, আকাশ উজাড় তারার মতো তোমার শরীরে ফুটলে অশেষ অবিনাশী ফুল
ইচ্ছা বকুল
দেখা হবে ফের
দেখা হবে ফের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much