নির্ভূল ফর্মূলা
হঠাৎ করে ডাক এলেই ওলোট পালোট
ইচ্ছেগুলোর স্মৃতিদূষণে ফোটে পদ্ম
লেটার বক্সে স্থায়ী মরচে বসত
অজানা অভিমান হারিয়ে ফেলে ঠিকানা
হরিবোলে জীবন্ত হয় জীবনমুখী গান
সারা রাস্তায় ছড়ানো সাদা খইয়ে
রাগ - অনুরাগ - অভিমান
ব্যর্থপ্রেম গেয়ে ফেলে রূদালী
শূন্য থেকে মহাশূন্যের মধ্যেই
যাবতীয় অঙ্ক ও নির্ভূল ফর্মূলা।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much