২৩ জানুয়ারী ২০২১

ওয়াহিদা খাতুন



সনেট নেতাজী





স্বাধীনতা সংগ্রামী হে কিংবদন্তী বীর

 সর্ব-প্রিয় পৌরুষ দেশের কর্ণধার ;

স্বদেশের জন্য যাঁর সর্বউচ্চে শির;

সুভাষচন্দ্র ছিলেন জাতির আধার ;

 চরমপন্থি নেতা তিনি দ্বিগবিজয়ী, 

আজাদ হিন্দ বাহিনীর যে উদ্ভাবক;

ব্রিটিশ বিরোধী লড়াক্কুতে কালজয়ী,

তেজদীপ্ত উদ্ভাসিত আপাদমস্তক ;


আমৃত্যু লড়াই ছিলো দেশমাতৃকা-জন্য,

স্বাধীনতার আলো করতে উন্মোচন 

বীরত্বের জৌলুষে মানসপটে ধন্য;

ছিন্ন করতে পরাধীনতার বন্ধন ;

বিশ্বের অন্তরে যাঁর সর্বউচ্চে স্থান--!

হে দেশনায়ক জানাই অশ্রু-প্রণাম--!!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much