হৃদয়ে মেঘ
ফিরে আসি তবু বারেবার-
মনের জানালায় নেমেছে আঁধার,
আধো আলো ছায়াতে-ঢেকেছে হৃদয়;
পিছু ফিরার কোন-নেই যে উপায়।
আঁধারে ছেয়ে গেছে-কোমল হৃদয়,
নতুন দিগন্তের-কোন মানে নেই;
সবিতে ব্যর্থ প্রয়াস,মিছে হাহাকার,
ফাঁদ পাতা বড়শির-চেনা বেড়াজাল
মিলবেনা সহসায়,অথৈয় অশাঢ়।
দমকা হাওয়াই সব-হবে এলোমেলো,
শেষ হবে রঞ্জিত গোধূলি আলো;
পরাধীনতার এক শিকলে বাঁধা,
বারবার ফিরে চাওয়া,সুযোগের হাতছাড়া।
চলতে হবে পথ-দিতে হবে পাড়ি,
থামাতে পারবেনা,কোন দংশনকারি;
গোলামির শৃঙ্খলে আটকে বিবেক,
আহত হৃদয়ে,দিয়ে যায় পেরেক;
মর্মে মর্মে পাথর,রয়ে যাবে শোকাতর,
হিংসুটে ললাটের,রঙ্গীন ধূসর।
আজি হৃদয়ো মাঝে-বেদনারা বাস করে,
ক্ষনিকের পারাপারে,কত স্মৃতি ঝরে পড়ে;
ফিরে দেখবার কোন নেইতো সময়।
কুন্ঠিত বিবেকের রোশানলে,
সব হারিয়ে আজি কেটেছে আঁধার;
নির্ভিক হৃদয়ে সঙ্গীবিহীন,
পারবেনা কেও চির ধরাতে;
ফিরে আসি তবু বারেবারে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much