২৩ জানুয়ারী ২০২১

শ্যামল রায়ের একগুচ্ছ কবিতা




প্রত্যাশা

শুধুই প্রত্যাশা নিয়ে বেঁচে থাকা

 তাই দু চোখে চোখ রেখে বলো

একবুক টাটকা বাতাস পাঠালাম

তুমি শ্বাস-প্রশ্বাস নিয়ো

ভালোবাসার গন্ধ অনুভব করো

শুধুই আমার ভালোবাসার কথা।

স্মৃতি ভুলে যেওনা

তাহলে ফিকে হয়ে যাবে সবকিছু।

প্রত্যাশা রেখো তাহলে বাতাস পাবো।



 এসো বৃষ্টিতে ভিজি


শরীর শুকিয়ে গেছে

কাঠফাটা মাটির মতন

দেখতে হচ্ছে শুধুই ফাটল

এসো বৃষ্টিতে ভিজি।

তুমিতো মেঘ বৃষ্টি দেবে

একটু সজীবতার প্রতিশ্রুতি পাঠাও

রোমান্টিকতায় একাকার হয়ে যাবো

এই ভাবে বেঁচে থাকা স্বপ্ন দেখা

শুধুই বৃষ্টির জন্য----

তুমিতো মেঘ!

এসো বৃষ্টিতে ভিজি।


একটু তাপের জন্য


একটু তাপ পেতে

চঞ্চল হয়ে উঠি

তোমার হৃদয়ের গভীরতায়

সাঁতার কাটবো ডুব দেবো

আবার জেগে উঠে বলবো

তোমার দু হাতের ছোঁয়া দাও।

ইচ্ছে করে রোজ এসব কথা

ভালবাসার নীল বিছানা

যত্ন করে দেখি আর ভাবি

আমার নীল বিছানাটা ঠিকঠাক আছে

একটু তাপ দিয়ো

ইচ্ছেতে ঘুমিয়ে পড়বো সারারাত

শুধুই দুজনা তাপ ভাগ করে নিতে।


আদরের উঠোন


তোমার কাছাকাছি

রোদ্দুরের উঠোন পাঠালাম

অপলক দৃষ্টিতে দেখো

অব্যক্ত কথাগুলো আঁকা আছে

আদরের উঠোন জুড়ে।

আদরের ভালোবাসায়

একটু উষ্ণতার মাঝে

খুনসুটিতে এক চাদরে জেগে থাকবো

সমুদ্রের ঢেউয়ের মতন

তোমার বুকে ঝড় তুলব

শুধুই উষ্ণতায় শান্তি পেতে

তাই আদরের উঠোনটা

আষ্টেপৃষ্ঠে রেখে দিয়ো কাছাকাছি।


 জীবনের রঙ ছটা


জীবনের রং ছটা যেন

প্রথম কথা বলার মতো

এক- একটা নতুন অক্ষর

বর্ণপরিচয়ে চোখ রাখা 

ছিলো দু -ঠোঁটে একে দেওয়া প্রথম চুম্বন।

এই সবটাই জীবনের এক একটা রং ছটা।

আর ভালোবাসার দিন লিপিতে

ষোলআনা খাটি ছিলো 

তোমার প্রথম ভালোবাসা 

  আমার কাছে শুধুই ভালবাসাছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much