ইচ্ছে ডানায় মন
মন, ও আমার মন?
তুমি কার
আকাশে বেড়াও ঘুরে
ইচ্ছে মতো!
যখন তখন মানো না
কোনো শাসন বারণ!
নেবে কি আমায়
তোমার সাথে?
মেঘের ভেলায় চড়ে
যাবো আমি
তেপান্তরের ঐ সবুজ মাঠ পেরিয়ে
নীল সাদা আসমান ছাড়িয়ে,
নীল অতল জলরাশির
সফেদ ঢেউয়ে ভেসে ভেসে।
ইচ্ছে মতো ঘুরবো আমি
ফিরবো নাকো এই ভুবনে,
প্রেমের টানে রয়ে যাবো
তাঁর কাছে,
আমায় যে ভালবাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much