নেতাজি তোমাকে ফিরে আসতেই
স্বাধীনতার ৭৪বছর পরে এসেও-
দেশবাসী তোমার ফিরে আসার অপেক্ষায়।
তাই তোমাকে ফিরে আসতেই হবে,
আজ যে তোমাকে ভীষণ দরকার।
চেয়ে দেখো,স্বাধীন ভারতের -
দিকে দিকে শুধুই ক্ষতচিহ্ন।
ধর্মান্ধতা, প্রাদেশিকতার ছোবল,
সাম্প্রদায়িকতার রক্তলিপ্ত কুৎসিত
চেহারা আঁচড় কাটছে প্রতিনিয়ত।
আজও অশিক্ষা ,কুসংস্কার রন্ধ্রে রন্ধ্রে,
নারীর আব্রু হচ্ছে ধুলায় লুণ্ঠিত।
দরিদ্র নিম্নবিত্ত মানুষের ঘরে নিত্য হাহাকার,
আজও কৃষক তার পায় না প্রাপ্য সম্মান।
স্বাধীন ভারতের এহেন চিত্র দেখে
প্রতিনিয়ত আঁতকে উঠছি।
কে আসবে সংকটমোচন বজরংবলী হয়ে?
কে আছে সেই অন্যায় প্রতিবাদের
আপোষহীন সংগ্রামী মূর্ত প্রতীক?
সর্বধর্ম সমন্বয়ের যুগান্তকারী প্রিয় দেশনেতা,
তাই তোমাকে ফিরে আসতেই হবে,
দেশবাসীর স্বপ্নকে বাস্তবায়িত করতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much