২৩ জানুয়ারী ২০২১

দেবব্রত সরকার


স্বাধীনতা ফিরিয়ে দাও




যে কথা শুনিনি কানে

মুখে বই পড়ে শেখা 

সে কথা রক্ত কথা 

দিল্লি পারি-ভাষা

তোমার চোখের পরে 

যে ভারত ডাকে 

তোমাকে ডাকছি আজ

আমরা লাখে লাখে 

সেই দিন না জেনে না বুঝে

করেছে যা ভুল 

তাই কি বিদ্বেষ হৃদে 

পারি বিদেশে অতুল 

আজ যদি তুমি ফের এসে 

আমাদের সামনে দাঁড়াও

মুঠো হাত খাঁড়া করে

তেজশ্রী রুপ-মেখে ফিরে তাকাও

আমার ভারত আমার এ দেশ

উল্লাস উল্লাস হবে 

তুমি এসে স্বাধীনতা ফিরিয়ে দাও 

সেই স্বাধিন,স্বাধীনতা ফিরে পাবো কবে ?

1 টি মন্তব্য:

thank you so much