পরাজিত এক শ্রোতা
আমি সেই অপেক্ষা আর অবহেলা সেই নতজানু পরাজিত প্রেম,
যে আজ শূন্য খেয়ায় একলা ভাসমান পথিক,
নেই চাল নেই চুলো নেই খোঁপায় বাঁধা ফুল,
নেই নিশিযাপনের অবকাশের আলতো ছোঁয়ায় চুম্বন,
যে প্রতিনিয়ত করছে প্রত্যাখ্যান,
পূনর্বাসনে পাঠাচ্ছে রোজরোজ,
হারানো বিজ্ঞপ্তিতে ঘোষণা দিচ্ছে বারবার তুমি কোথায় তুমি কোথায়।
অথচ চোখের নীচের থমথমে আকাশ চোখে পড়ে না তার।
ঘোলাটে চাঁদে খেলা করে না বেদনার আকুতি!
আমি যে পুড়ছি কেঁদে ওঠা বসন্তেও বোঝে না!
বোঝেনা শরীরের ব্যথাগুলো অনুভবে ভাসে না মন,
এ জনমে তুমি আর আমার হলে না!
অকাতরে বিলীন হলে নিস্ক্রিয় জীবন হতে,
গ্রহণ করলে না সবটুকু ভুলে!
শ্বাস প্রশ্বাসের জায়গায় শুধু দম বন্ধ করে রেখে দিলে আগের সেই চিলেকোঠার বারান্দায়!
যেখানে আমি ছিলেম পরাজিত এক শ্রোতা।
উফ্ কি দারুন অভাবনীয় উন্নত অনুভুতির প্রকাশ
উত্তরমুছুনকবি রওশন আমাদের জাতীয় সম্পদ
তার উপযুক্ত পরিচর্যার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
আমি কবির উন্নত মেধা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
ও কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি,
স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকাকে
অসংখ্য ধন্যবাদ 🌺🌹👍