তোমার অপেক্ষায়
অপেক্ষা বা প্রতীক্ষার সময় ক্ষণ কখনো
কখনো তিক্ততায় ভরে উঠে!
কখনো আবার নীরব ভাষায় উৎসবের
আমেজ তৈরী করে হৃদয়ের মনিকোঠায়!
যদিও সেই অপেক্ষা হতে পারে সময়ের প্রয়োজনে"
আবার কখনো স্বস্তির নিঃশ্বাসের সুগভীর
ভাবনার প্রতিফলন ঘটাতে।
এমনই এক প্রতীক্ষার সমীকরণ মেলানোর চেষ্টায়
বসে রয়েছি অচেনা পথের পথিক হয়ে।
যেখানে সবকিছুই অচেনা;খুব ভয় হচ্ছে
আশেপাশের এলাকার মানুষগুলো দেখে!
কেমন করে যেন তাকিয়ে আছে, কেউ বা আবার
ভয়ের ব্যাপার কথা বলছে।
কিন্তু আমার অক্ষিকোটরে অন্য কিছুর প্রতিচ্ছায়া
ঘুরাফেরা করছে প্রতিনিয়ত।
অদ্ভুত কিছু ভাবনার জগৎ ছাড়িয়ে আছে
মস্তিষ্কের স্নায়ুকোষে।
কি যে চাচ্ছে কিন্তু সেই চাওয়াগুলো নীরবেই
মৃত্যুরে দুয়ারে কড়া নাড়ছে বিদায় শব্দ নিয়ে!
মানতে বাধ্য করছে;অনিচ্ছার আড়ালেও হয়তো
মেনে নিতে পারবো না, কিন্তু এই স্বল্প পরিচয়ের
গল্পের পাতাও ছাড়ছে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much