০৯ ডিসেম্বর ২০২০

সোহেল রানা



ভালোবাসার মৃত্যু

রাত ২টার সময় হঠাৎ খুন, 

তোমাকে পেয়েছি রাতের অন্ধকারে 

অবশেষে ধরা দিলে আমায়, 

রক্তের পরোতে পরোতে ক্ষতবিক্ষত হয়েছে

দুটি শরীর। 

কথার আঘাতে আহত হয়ে পড়ে থাকি পিয়ার কোলে। 

কিছুটা শান্তনা দিলেও, 

দুটি হৃদয় ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকে,

নিশুতিরাতের বিছানায়। 

তবুও তুমি ফিরে আসনি . … 

 ছেড়ে চলে গেলে… . 

রাত ২টায় আমার পবিত্র ভালোবাসাকে খুন করেছিলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much