চলে গেলেন মানুষ কবি নাসের হোসেন
আশি দশকের অন্যতম প্রধান কবি নাসের হোসেন। জন্ম পঞ্চাশ দশকের দ্বিতীয় অর্ধে।কলকাতায়।
শৈশব ও কৈশোর বহরমপুরে। বি.এস.সি।
প্রথম কবিতা প্রকাশ : ১৯৭০
প্রথম যৌথ চিত্রপ্রদর্শনী : ১৯৭৪ কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর
একক কাব্যগ্রন্থের সংখ্যা : ২১
যৌথ কাব্যগ্রন্থ : ৭
প্রথম একক চিত্রপদর্শনী : ১৯৮৪ বিড়লা একাডেমি, কলকাতা
প্রথম কাব্যগ্রন্থ : অপারেশান থিয়েটার
পত্রিকা সম্পাদনা সহযোগী : রৌঁরব (১৯৭৫-২০০৪)
পত্রিকা সম্পাদনা : কবিতা পাক্ষিক। চার বছর প্রধান সম্পাদক ছিলেন। এখন পত্রিকাটি নিয়মিতভাবে প্রতি চৌদ্দদিন পর পর বেরোয়।
ছদ্মনাম : অর্জুন মিত্র।
এই ছদ্মনামে কবিতা পাক্ষিক-এ কবিতা সংবাদ ও শিল্পসাহিত্য সংবাদ গদ্য রচনা : কবিতালেখার পাশাপাশি কবিতা চিত্রভাস্কর্য নিয়ে গদ্য লিখছেনে একাধিক ।
অনুবাদ ওয়ার্কশপে অংশগ্রহণ : ২০০৪ আলিয়ঁস ফ্রঁসে। ২০০৮ ম্যাক্সমূলার ভবন ও সাহিত্য আকাদেমির প্রয়াসে ।
সম্মানিত আমন্ত্রিত সদস্য : ২০০৮ থেকে সাহিত্য আকাদেমি (নিউ দিল্লি) অ্যাডভাইসরি বোর্ডের সম্মানিয় আমন্ত্রিত সদস্য।
পুরস্কার ও সম্মাননা: ১৯৯৮ কলকাতা বইমেলায় মহাশ্বেতা দেবীর হাত থেকে কবি অনন্য রায় পুরস্কার।
২০০৬ কবি আশেক মহান্তী পুরস্কার।
২০০৭ ‘মনীষা’ পত্রিকা প্রদত্ত সম্মাননা।
২০১২ স্বপ্নসিঁড়ি সাহিত্য সম্মান
২০১৭ সমিধ সম্মান
১৯৯৪ সালে ভারতবর্ষ কবিতাটি ইউনেস্কা-র সংকলনে প্রকাশ পায়।
এছাড়াও আরো অনেক অনেক সম্মাননা তিনি পেয়েছেন৷
অন্যান্য ভাষায় অনুবাদ : ফরাসি, স্প্যানিশ প্রভৃতি কিছু ভাষায় অনূদিত হয়েছে।
৫ পার্ল রোড, বেকবাগান, কলকাতা।
গভীর শোক প্রকাশ করছি স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকার পক্ষ হতে ।
কবি তুমি ভালো থেকো
নাসের দা ভালো থেকো
ও মানুষ ভালো থেকো
ভালো থেকো ভালো থেকো ভালো থেকো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much