দু'পয়সার সাংবাদিক
আমরা সোজা হয়ে হাঁটতে পারি
আমরা কলম তরোয়াল করতে পারি
আমরা অন্ধকার মুছে আলো দেখাতে পারি
আমরা দু'পয়সার সাংবাদিক নই।
এখানেই প্রতিবাদ গর্জে উঠুন
আমরা যারা সকলেই সাংবাদিক।
যিনি বলেছেন সুশিক্ষিতা জ্ঞানীগুণী
জানেন না কিছুই সাংবাদিকতার সংবাদ
নিজে হয়েছেন এখন সাংসদ
নামিয়ে দিতে পারেন কলমের সাংবাদিক।
বলার সাহস কোথায় পান?
সংবাদমাধ্যম মস্ত বড় নীল আকাশ
মস্ত বড় সূর্যমুখী ভোর
অন্যায় কে চুরমার করে দিতে পারে
কলম সাংবাদিকের কলম
আর সমসাময়িক সংবাদ কাগজ।
ছি; ধিক্কার জানাই
আমরা সাংবাদিক কলম লাঙ্গল
ফসল বানাই রোজ
সেইফ আসলে এখনও আমরা আছি বেঁচে
অক্সিজেনকে সর্বক্ষণ।
আমরা দু'পয়সার সাংবাদিক নই
পকেট চুরি ন ই, মানুষকে ফাঁদে ফেলে নই
সাংবাদিক মানে সচ্ছল মানুষ। নির্ভেজাল সংবাদ
ধিক্কার জানাই হৃদয় নিংড়ে ছি:ছি:
আমরা গর্ববোধ করি সাংবাদিক
সংবাদ লিখে অন্ধকারে ঠেলে ফেলেদেওয়া যায়
যত বড়ই ক্ষমতাবান, রাজনীতিবিদ
তোমরা হয়ে থাকো----
দু'পয়সার সাংবাদিক নই
সহস্ত্র মাইলের পর মাইল
আমরা হাটতে জানি পরিবর্তন করতে পারি
আমরা সাংবাদিক আমরা সাংবাদিক
সমসাময়িক সংবাদপত্র
প্রতিবাদ জানাই ধিক্কার জানাই ছি:ছি;।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much