০৯ ডিসেম্বর ২০২০

তানভীর হাসান



নারী বিস্ময়

 প্রসব বেদনা সয়ে যায় নারী 

পুরুষ সেজে রয় বীর 

আসলে পুরুষ বোঝেনা যাতনা

ছুড়ে মারে শুধু তীর। 

কামনা বাসনা সুখের বেলায় 

নারী হয়ে যায় রানী 

দুঃখ যাতনা কুঁড়ে কুঁড়ে খায় 

পুরুষ ছুড়ে যে বানী।

আদরে সোহাগে কাতর পুরুষ 

নারী তখন নন্দিনী 

সুযোগে বিচারে নারীকে আবার 

করে রাখে যে বন্দিনী। 

যেখানে ছুঁয়েছো সুখের পরশ 

ধরায় আসার রাস্তা 

লালসার লীলায় অন্ধ পুরুষ 

সে রাস্তা করেছো শস্তা।

নারী কেবলই দুঃখের জোয়ার 

পায় দু'বেলা আহার

ভোগের ক্ষেত্রে নারীই শ্রেষ্ঠ 

বুকে কষ্টের পাহাড়। 

পুরুষ তোমার বিন্দু কোষে 

নারী রক্ত পেটে চুষে 

মৃত্যু কূপের গুহা জয়ে নারী 

গড়েছে তোমায় পুষে।

ওহে পুরুষ আদমের বীজ 

সইবে না মা হাওয়া 

নারী কেবল ভোগেরই নয় 

পৃথিবী জন্ম পাওয়া। 

আদম হয়েই বেঁচে থাকিস 

পুরুষ হয়ে নয় 

হাওয়া করেই পারলে রাখিস 

নারী সৃষ্টিতেই বিষ্ময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much