বৃথা অন্বেষণ
যে সুখ রয়েছে আপনার ঘরে
সে সুখ কোথাও নাই,
মনের আগল সরানোর পর
আঁখির গোচরে পাই ।
এতদিন ধরে অনেক খুঁজেছি
দেখিনি রয়েছে কাছে,
সে কথা জানাই সকল সকাশে
প্রয়োজন খুব আছে !
গহন কাননে তটিনীর বুকে
খুঁজেছি বালুকা বেলা,
নিশিদিন ধরে মননের মাঝে
একাকী করেছি খেলা!
সাগরের কূলে বেলা অবেলায়
অযথা সময় যায়,
শহরে নগরে কত না খুঁজেছি
কোথাও পাইনি তায় !
হিসাব মেলেনি হিসেবের খতে
বারে বারে হয় ভুল,
পরিশেষে হায় নিজ নিকেতনে
পেলাম সুখের কূল !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much