অর্থহীন চোখের জল
মাটির মলাট ছিড়ে বাতিল খড়গের হুংকার
দাতাল বেহায়ার চোখ ছানি-পড়া অরক্ষিত স্বাধীনতায়
যারা জানেনা পিতৃত্বের পরিচয় -
জানেনা গাদা- শুদ্ধি হওয়ার পথ
অযাচিত জবান খোয়ায় তেলের বাজারে নতুন হিস্যায়
হাদারাম আঙ্গুল নাড়ায় সময়ের ফানুস - শূন্য খতিয়ানে
ক্ষুব্ধমন সান্তনার ভাষা ভুলে যাই এই ।
বেদনার অশ্রুটা তপ্তদাহে বুকে বিধেঁ- মগজ পোড়ায়
অন্ধকার গিলে খাচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির ঘর
পঞ্চান্ন হাজার বর্গ মাইলের দেশে হাঁকায় শকুন শয়তান
সোনামুখির আচঁড়ে ভাঙ্গে ঐতিহ্যের কুটর
পর্দার আড়ালে নতজানু দর্শনে বিভ্রান্তির উৎসব
আজ চোখের সামনেই হয় প্রকল্পের ভাগ
নিয়মহীন নিদারুণ হাহাকার শুনি জনতার মুখে
হৃদয়ে ফোটেছিল রক্ত ফাগুন - আগুন আগুন
সেদিন রাজপথে ডুবেছিল মানুষ মানুষ-অধিকার আদায়ে
স্বাধীনতার বিজয় আজ স্বাস্থ্যহীন-স্বপ্নহীন শিল্পের ছল
ব্যথাগুলো এখনো সারেনি অর্থহীন চোখের জল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much