২১ ডিসেম্বর ২০২০

সাবা সাবরিন

 



চেতনার ভাষ্কর্য


পাথরের ভাষ্কর্য ভেঙে ফেলা হয়তো সম্ভব। 

কিন্তু যে ভাষ্কর্য , হৃদয়ের লাল-সবুজের

বেদীমূলে চেতনা দিয়ে নির্মিত, সেই ভাষ্কর্য-

আজ পর্যন্ত কেউ কি ভাঙতে পেরেছে? 

না কোনদিন পারবে?


এই ভাষ্কর্য সবাই নির্মান করতে পারে না। 

পেরেছিলেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের চেতনায়

বিশ্বাসী কোটি কোটি বাঙালির হৃদয়ে তিনি

নির্মান করেছিলেন অত্যুজ্জ্বল এক ভাষ্কর্য।

যে ভাষ্কর্য থেকে দেশপ্রেমের দ্যুতি বের হয়ে-

ছড়িয়ে পড়ে বাংলাদেশের আকাশে, বাতাসে,

পথে, প্রান্তরে, অলিতে, গলিতে, রাজপথে।

যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি ছিনিয়ে 

এনেছিল স্বাধীন বাংলাদেশের পতাকা।

সেই চেতনার ভাষ্কর্য কি ভেঙে ফেলা যায়?


বঙ্গবন্ধুর চেতনার ভাষ্কর্য- ঊনপঞ্চাশ বছরে 

আরো কোটি কোটি ভাষ্কর্য নির্মান করেছে,

হৃদয় থেকে হৃদয়ে। হৃদয়ের লাল-সবুজের

বেদীমূলে নির্মিত সেই চেতনার ভাষ্কর্য, এভাবেই

হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পরবে, প্রজন্ম থেকে

প্রজন্মে। হাজার বছর পরেও যে ভাষ্কর্য থেকে

দ্যুতি বের হবে দেশপ্রেমের।

 

বাংলাদেশের দেশপ্রেমী জনগণের হৃদয় থেকে 

বঙ্গবন্ধুর চেতনার ভাষ্কর্য নির্মূল করার সাধ্য -

কোন অশুভ শক্তির নেই। অমর, অক্ষয় হয়ে 

চিরদিনই দ্যুতি ছড়াবে বঙ্গবন্ধুর চেতনার ভাষ্কর্য।

1 টি মন্তব্য:

thank you so much