২১ ডিসেম্বর ২০২০

ওয়াহিদা খাতুন

 


ঘুমের দেশে খোকন


খোকন গেছে বিয়ে করতে নোনাজলের দেশে,

সঙ্গে আছে চিত্রল হরিণ ঘোটক বাবু বেশে;

বানর,ভোঁদড় বেয়ারা সেজে পালকি কাঁধে নিয়ে,

বুনোহাতি শুঁড় তুলেছে টোপর মাথায় দিয়ে ;

লালকাঁকড়াতে বাজায় বাঁশি বালুচরে হেসে--

ডুলি কাঁধে সঙ সেজেছে কুমির জলে ভেসে--;

বাঘ এসেছে গন্ধ পেয়ে মাথায় ধরে ছাতা,

হালুম সুরে বললো ডেকে আমায় দেনা পাতা;

প্রাণ পণে সব ছুট দিয়েছে পড়লো খোকন শেষে,

মা ডাকতেই চেঁচিয়ে বলে ছিলাম ঘুমের দেশে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much