হেমন্তিকা
ধানের শীষে ঝন ঝনাঝন হেমন্তিকা আসে
নতুন ধানের গন্ধে চাষি আপন মনে হাসে,
আমন ধান কাটে কিষাণ, নবান্ন মাঠে মাঠে
নতুন ধানের নতুন চালে উৎসবে দিন কাটে।
শিউলি, কামিনীর গন্ধ ভরা হেমন্তেরই হাঁটে
বাড়ির আঙিনায় রং ছড়িয়ে হলুদ গাঁদা ফোঁটে,
শীতল হাওয়ায় বাজছে বাঁশি ভোরের শিশির বীণায়
দোয়েল, টুনটুনি, বুলবুলিরা সব মিষ্টি সুরে গায়।
নবান্নেরই খুশিতে মেয়ে নাইওরে আসে বাপের বাড়ি
নতুন ধানের কত রকম পিঠা-পায়েস করা হয় তৈরি,
নানা রকম নৃত্য গানে বাংলার ঘর সাজে
হাসিখুশির রূপের ঝলক হেমন্তেরই মাঝে।
ধানের মাঠে নাচে দোয়েল ফিঙে প্রজাপতি
শস্যশ্যামলা ভরা আমার বাংলা রূপবতী,
চাষির গড়া সোনার বরণ দেখতে লাগে বেশ
হেমন্তেরই খুশির দোলায় নাচে সোনার বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much